Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

আবিষ্কার হলো নতুন তিনটি সুপারকনডাক্টিভিটির উপাদান

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক :  সাম্প্রতি তিনটি ভিন্ন ধরণের নতুন সুপারকনডাক্টিভিটির উপাদানে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দুটি উদাহরণ প্রচলিত তত্ত্বকে নতুন করে ভাবিয়েছে, এবং তৃতীয়টি প্রায় অপ্রত্যাশিতভাবে প্রথাগত ধারণাগুলোর বাইরে চলে গেছে। ১৯১১ সালে ডাচ বিজ্ঞানী হেইকে ক্যামেরলিংহ অনেস সর্বপ্রথম বিদ্যুৎ প্রবাহে প্রতিরোধ হ্রাসের এই বিশেষ ঘটনাটি পর্যবেক্ষণ করেন। সেই থেকে সুপারকনডাক্টিভিটি বিজ্ঞানীদের মুগ্ধ করে আসছে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ইলেকট্রন একে অপরের সাথে জোড়া বাঁধে। ইলেকট্রনের পারস্পরিক বিকর্ষণ থাকা সত্ত্বেও কীভাবে তারা একত্রিত হয়, তা নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই গবেষণার পিছনে আরেকটি বড় কারণ হল প্রযুক্তিগত সম্ভাবনা। সুপারকনডাক্টিভিটি ব্যবহার করে এমআরআই মেশিন এবং শক্তিশালী কণার সংঘর্ষযন্ত্র তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা যদি সুপারকনডাক্টিভিটি কীভাবে কাজ করে তা পুরোপুরি বুঝতে পারেন তাহলে উপযুক্ত উপাদান এবং কোয়ান্টাম প্রভাবের মাধ্যমে ইলেকট্রনদের বিশেষ মিথস্ক্রিয়া সৃষ্টি করে সুপারকনডাক্টিভিটি উচ্চ তাপমাত্রায়ও অর্জন করা সম্ভব হবে। তাহলে বিদ্যুৎবিহীন গ্রিড এবং ম্যাগনেটিক লেভিটেশন যানবাহনের মতো প্রযুক্তিগত বিপ্লব ঘটতে পারে। নতুন আবিষ্কারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এগুলো ২ডি উপাদানের সাথে সম্পর্কিত। এসব উপাদান এতটাই নমনীয় যে বিজ্ঞানীরা এক ক্লিকেই এগুলোকে সুপারকনডাক্টর, ইনসুলেটর এবং আরও অন্যান্য ধরণের বৈশিষ্ট্যে রূপান্তরিত করতে পারেন। ২০১৮ সালে এমআইটির বিজ্ঞানী পাবলো জারিলো-হেরেরো প্রথমবার “ম্যাজিক অ্যাঙ্গেল” গ্রাফিন নামক একটি ২ডি উপাদানে সুপারকনডাক্টিভিটি পর্যবেক্ষণ করেন। গ্রাফিন কার্বনের একটি বিশেষ রূপ, যা বিশেষভাবে সাজালে ইলেকট্রনের গতি কমিয়ে দেয় এবং তাদের জোড়া বাঁধতে সহায়তা করে। গ্রাফিন একটি দুর্দান্ত উপাদান যা খুবই পাতলা এবং শক্তিশালী। এটি একটি ২ডি হানিকম্ব ল্যাটিস আকারে সাজানো। জারিলো-হেরেরো দেখান যে একটি নির্দিষ্ট কোণে দুটি গ্রাফিন স্তর সাজালে সুপারকনডাক্টিভিটি দেখা দেয়। এই কোণটি “ম্যাজিক অ্যাঙ্গেল” নামে পরিচিত। গ্রাফিনের এই বৈশিষ্ট্য বিজ্ঞানীদের নতুন উপাদান আবিষ্কারের জন্য আরও উৎসাহিত করেছে। এরপর বিজ্ঞানীরা ট্রানজিশন মেটাল ডাইক্যালকোজেনাইড (টিএমডি) নামক আরেকটি ২ডি উপাদানে সুপারকনডাক্টিভিটি আবিষ্কার করেন। কোরি ডিন এবং তার দল ২০২০ সালে এই উপাদানটি নিয়ে কাজ শুরু করেন। তাদের প্রথম গবেষণায় সুপারকনডাক্টিভিটির সম্ভাব্যতা দেখা গেলেও এটি নিশ্চিত করা যায়নি। তবে, চার বছরের প্রচেষ্টার পর তারা এটি প্রমাণ করতে সক্ষম হন। টিএমডি উপাদান একটি বিশেষ মোড় বা “টুইস্ট”-এর মাধ্যমে সুপারকনডাক্টিভিটি প্রদর্শন করে। এদিকে, কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জি শান এবং কিন ফাই মাক আরও একটি অভাবনীয় আবিষ্কার করেন। তারা দেখান যে টিএমডি-এর নির্দিষ্ট একটি ভিন্ন মোড়ে সুপারকনডাক্টিভিটি সম্ভব। এটি এতটাই ব্যতিক্রমী যে প্রচলিত তত্ত্বের সাথে মেলানো সম্ভব নয়। তারা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন করে এই উপাদানে ইলেকট্রনগুলোর আচরণ নিয়ন্ত্রণ করেন এবং সুপারকনডাক্টিভিটি তৈরি করেন। অন্যদিকে, গ্রাফিন নিয়ে গবেষণা অব্যাহত আছে। এমআইটির বিজ্ঞানী লং জু এর নেতৃত্বে একটি দল সম্প্রতি পাঁচ স্তরের গ্রাফিনে একটি ভিন্নধর্মী সুপারকনডাক্টিভিটি আবিষ্কার করেছেন। এই উপাদানটি এমন বৈশিষ্ট্য দেখিয়েছে যা আগে কোনো সুপারকনডাক্টরে দেখা যায়নি। এই ধরনের সুপারকনডাক্টর চিরাল সুপারকনডাক্টর নামে পরিচিত। এটি এমন একটি ঘটনা যেখানে ইলেকট্রনের জোড়াগুলো একই দিকে ঘোরে। লং জু এবং তার দল প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া কিছু গ্রাফিন স্তর খুঁজে বের করেন। তারা এই উপাদানের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে দেখেন যে ইলেকট্রনের ঘূর্ণন বা “রোটেশন”সুপারকনডাক্টিভিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিরাল সুপারকনডাক্টিভিটি বিজ্ঞানীদের কাছে এক নতুন সম্ভাবনা নিয়ে আসে। এটি দেখিয়েছে যে ইলেকট্রনের আচরণ পূর্বে যা ভাবা হতো তার চেয়ে অনেক বেশি জটিল। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম উপায়ে তৈরি ম্যাটেরিয়ালেও সুপারকনডাক্টিভিটি সম্ভব। ল্যাবরেটরিতে গবেষকরা মাল্টি-লেয়ার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন। যেমন, কিছু গবেষক বিশেষ ধাতু এবং সেমিকন্ডাক্টর একত্রিত করে নতুন সুপারকনডাক্টর তৈরি করার চেষ্টা করছেন। এই উপকরণগুলোতে ইলেকট্রনের গতি নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ন্যানোস্কেল স্ট্রাকচার ব্যবহার করা হয়। আরেকটি গবেষণায়, ইলেকট্রনের কোয়ান্টাম বিহেভিয়ারের উপর আলোকপাত করা হয়েছে। ইলেকট্রনদের মাঝে থাকা বিশেষ মিথস্ক্রিয়া এবং তাদের গঠিত কোয়ান্টাম অবস্থার বিশ্লেষণ থেকে সুপারকনডাক্টিভিটির নতুন দিক উন্মোচন হয়েছে। গবেষকরা মনে করেন যে এই কোয়ান্টাম প্রভাবকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারলে সুপারকনডাক্টিভিটি উচ্চতাপমাত্রায়ও সম্ভব হতে পারে। বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে এই গবেষণার ফলাফল নতুন প্রজন্মের ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে কাজে লাগানো যেতে পারে। সুপারকনডাক্টরের সাহায্যে আরও শক্তিশালী, দ্রুততর এবং কম শক্তি খরচ করা ডিভাইস তৈরি করা সম্ভব হবে। উদাহরণস্বরূপ, কোয়ান্টাম কম্পিউটিংয়ে সুপারকনডাক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইসব গবেষণার ফলে সুপারকনডাক্টিভিটি নিয়ে আমাদের বোঝাপড়া প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যদিও অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা, তবে এটি নিশ্চিত যে সুপারকনডাক্টিভিটি ভবিষ্যতে বিজ্ঞানের অনেক বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে। ইলেকট্রনের মিথস্ক্রিয়া, নতুন উপাদান আবিষ্কার, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এই ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সব মিলিয়ে, সুপারকনডাক্টিভিটি নিয়ে গবেষণা কেবল বিজ্ঞানের ক্ষেত্রেই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তিতেও অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। এটি এমন একটি ক্ষেত্র যা বিজ্ঞানের নতুন সম্ভাবনার কথা জানান দিচ্ছে। ভবিষ্যতে এর ফলাফল কী হবে, তা আমরা কৌতূহলের সাথে অপেক্ষা করে দেখতে পারি।


আরও খবর



বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৪টি বিশেষ ট্রেন চলবে

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে এক জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে জুমা স্পেশাল-১ নামে একটি ট্রেন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। পরে বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে জুমা স্পেশাল-২।

বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) চালানো হবে দুটি ট্রেন। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।

এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে এবং ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে ও টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে। এছাড়া, দুপুর ১২টা ২০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ এবং সবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ ট্রেন।


আরও খবর



মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে আজ দিনব্যপী অনুষ্ঠিত হয়েছে ‘ তারুণ্যের উৎসব-২০২৫ মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট’। 

এই টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা দল রানার্স-আপ হবার গৌরব অর্জন করে। 

সকালে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা: শেমিম আকা নাওয়াজ।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আঞ্জুমান আরা আকসির। 

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। 

টুর্ণামেন্টে ৩২ জন খেলোয়াড় অংশ নিয়েছে।

এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশ নিবে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সূত্র : বাসস


আরও খবর



রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: কাতার

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে আগামীকাল স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে।

তিনি বলেন, ‘সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।’

ছয় সপ্তাহের প্রথম যুদ্ধবিরতির পর্যায়ে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে নারী (সেনা ও বেসামরিক), শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ থাকবে।

প্রথমে নারী ও ১৯ বছরের কম বয়সীদের মুক্তি দেবে, পরে ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত তিনজন করে জিম্মি মুক্তি দেবে হামাস। ৩৩ জিম্মির বাকি অংশ মুক্তি দেবে চুক্তির শেষের দিকে। প্রথমে জীবিতদের মুক্তি দেওয়া হবে, তারপর জিম্মিদের মরদেহগুলো পাঠানো হবে।

অন্যদিকে, ইসরায়েল প্রতিটি বেসামরিক জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। পাশাপাশি প্রতি ইসরায়েলি নারী সেনাদের বিপরীতে ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু মিলিয়ে ৯৯০ থেকে ১ হাজার ৬৫০ জন মুক্তি পাবে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




লিটন-সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৫জন দেখেছেন

Image

খেলা ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক হয়ে থাকছে এই দলে লিটন দাস ও সাকিব আল হাসানের অনুপস্থিতি। দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই নতুন এবং তরুণ প্রতিভার ওপর ভরসা রেখে দল গঠন করেছে নির্বাচক প্যানেল।



এবারের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বগুণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন, যারা ব্যাটিং অর্ডারে গভীরতা যোগ করবেন।


বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদের মতো নির্ভরযোগ্য পেসার ও স্পিনাররা। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি বাংলাদেশের বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে। এছাড়া তানজিম হাসান সাকিব এবং দেশের স্পিড স্টার নাহিদ রানা দলে নতুন উদ্যম নিয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।



চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের না থাকার গুঞ্জন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের এই স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণ থাকলেও লিটন ও সাকিবের অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছেই। সাকিবের সাম্প্রতিক বোলিং নিষেধাজ্ঞা তার দলে অনুপস্থিতির প্রধান কারণ। আর লিটন দাসের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে, যা হয়তো তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ।


বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা।



আরও খবর



ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৮জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : আরও একটি বৈশ্বিক আসরে, আরও একবার ভারতের কাছে হেরে হতাশ হতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স পর্বে ভারতের কাছে একতরফা হারায় বাংলাদেশ। 

রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর ভারত সহজেই ম্যাচটি জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬৪ রান, যা ভারতের জন্য ছিল একটি সহজ লক্ষ্য। ভারতের বৈষ্ণবী শর্মার দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে সংকুচিত করে দেন তিনি, এবং ম্যাচ সেরাও হন।

বাংলাদেশের পক্ষে সুমাইয়া আক্তার ২১ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, তার পর আর কেউ দাঁড়াতে পারেননি। এই রান তাড়া করতে নেমে ভারত ১২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। ভারতীয় ওপেনার ত্রিশা গোঙ্গাদি ৩১ বলের ইনিংসে ৮ চারে ৪০ রান করে ম্যাচটি শেষ করেন। 

এর ফলে, বাংলাদেশ এর আগেও ভারতকে হারিয়ে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পরাজিত হয়েছিল। এবারও তাদের শক্তি পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে, এবং বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছালেও, অস্ট্রেলিয়া ও ভারত তাদের আগেই ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয়। তাই বাংলাদেশ আর কোনোভাবে সেমিফাইনালে উঠতে পারল না।

এদিকে, ভারত এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে। তাদের পরবর্তী ম্যাচটি এখন শুধু নিয়ম রক্ষার।

স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রান (সুমাইয়া আক্তার ২১)

ভারত: ১২.৫ ওভারে ২ উইকেটে ৬৫ রান (ত্রিশা গোঙ্গাদি ৪০*)


আরও খবর