বিনোদন ডেস্ক: ঢালিউড চিত্রনায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং চার্জশিট গঠনের আদেশ দেন। এরপরই আজ অসুস্থ অবস্থায় আদালতে হাজির হন পরীমণি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি তার সহযোগীদের নিয়ে ঢাকার একটি বোট ক্লাবে যান। সেখানে ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শহিদুল আলম ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাদের ডাক দেন এবং বসার অনুরোধ করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে পরীমণি নাসির উদ্দিনের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এবং বিনামূল্যে ব্লু লেবেল অ্যালকোহলের বোতল পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হলে পরীমণি তাকে গালমন্দ করেন এবং হত্যার হুমকি দেন। এরপর তিনি নাসিরের দিকে একটি সারভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যাতে নাসির আহত হন।
এ ঘটনার পাঁচ দিন পর, ২০২১ সালের ১৪ জুন, পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তে পুলিশের পক্ষ থেকে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ মেলেনি।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারকাজ চলছে। মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।