Logo
আজঃ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
শিরোনাম

২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৭৪১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

রোববার (৫ জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।

কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ছুটি তালিকা প্রকাশ করা হয়।


আরও খবর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




আইডি নম্বরের ভুলে প্রাথমিকে বৃত্তির টাকা পাচ্ছে না গঙ্গাচড়ার ২৯ শিক্ষার্থী

প্রকাশিত:সোমবার ২৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৭৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ প্রাথমিকে বৃত্তি পেয়েও গত তিন বছরে টাকা পায়নি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ২৯ শিক্ষার্থী। 

পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফল শিটে রোল নম্বর ঠিক থাকলেও আইডি নম্বরের শেষ ডিজিটে মিল না থাকায় এ ধরনের সমস্যা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৩৭ জন বৃত্তি পায়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৬ জন ও সাধারণ গ্রেডে ৬১ জন। 

বৃত্তি পাওয়া ওই শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এখন অষ্টম শ্রেণিতে পড়ছে। কিন্তু তাদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী এখনো বৃত্তির টাকা পায়নি। 

এ বছরের ডিসেম্বরের মধ্যে এই সমস্যার সুরাহা না হলে বৃত্তির অর্থ থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে তারা।

অনুসন্ধানে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সরবরাহ করা প্রবেশপত্রে শিক্ষার্থীদের পৃথক আইডি ও রোল নম্বর রয়েছে। তবে আইডি নম্বরের শেষ তিন ডিজিটে যুক্ত থাকতে হবে পরীক্ষার্থীর রোল নম্বর। কিন্তু টাকা থেকে বঞ্চিতপষা ক্ষেত্রে দেখা যায়, প্রবেশপত্র ও ফলাফল শিটে রোল ঠিক থাকলেও মিল নেই আইডি নম্বরের শেষ ডিজিটে।

সেখানে ভুল নম্বর দেওয়া রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৃত্তি বিভাগের অনলাইন কোডের সঙ্গে মিল না হওয়ায় টাকা পাচ্ছে না তারা।

এ দিকে তিন বছরের বৃত্তির টাকা না পেয়ে হতাশ বঞ্চিত ও অভিভাবকরা। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাজিম রাহাত বলে, বৃত্তি পাওয়ার পর থেকে তিন বছর কেটে গেলেও কোনো টাকা পাইনি। খুব কষ্ট লাগে।

গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সীমার ভাই নাহিদ বলে, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেও আশানুরূপ সমাধান পাইনি।

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা বলেন, ত্রুটিমুক্ত তথ্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। আশা করা যায় এ বছর বঞ্চিত শিক্ষার্থীরা তাদের অর্থ পাবে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এতদিন ধরে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অর্থ হাতে পাবে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অফিশিয়ালি জানালে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেব।


আরও খবর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫




প্যারামাউন্ট স্কাইড্যান্স ১ হাজার কর্মী ছাঁটাই করবে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্কঃ প্যারামাউন্ট স্কাইড্যান্স বুধবার প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানা গেছে। বিষয়টির সাথে ঘনিষ্ঠ একটি সূত্র সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। দুটি মিডিয়া জায়ান্টের একীভূত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এ সিদ্বান্ত নিচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ছাটাই সংক্রান্ত বিষয়ে কোম্পানিটি এখনও কোনো কিছু জানায়নি।

স্কাইড্যান্স গত আগস্ট মাসে ৮ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট অধিগ্রহণ সম্পন্ন করে এবং নতুন একীভূত সংস্থার প্রথম সংবাদ সম্মেলনে নির্বাহীরা সতর্ক করে দেন যে ১০ নভেম্বর ত্রৈমাসিক আয় উপস্থাপনার সময় ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হবে।

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন কোম্পানির প্রযুক্তিগত পরিবর্তনকে ত্বরান্বিত করতে এবং অন্তত ২ বিলিয়ন ডলারের সমন্বয় করতে চান।

নতুন কোম্পানিটিতে রয়েছে স্কাইড্যান্স স্টুডিও, যা ‘মিশন: ইম্পসিবল’ এবং ‘ট্রান্সফর্মারস’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত, পাশাপাশি রয়েছে প্যারামাউন্ট সিনেমা, স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস এবং টেলিভিশন চ্যানেল সিবিএস, এমটিভি ও নিকেলোডিয়ন।

তার বাবা ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মতো, ডেভিড এলিসনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র।


আরও খবর



ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ বাহিনীর নগ্ন হামলা ও ২০% বাড়ি ভাড়া দাবিতে শরণখোলায় মানববন্ধন ও পথসভা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ৯৯জন দেখেছেন

Image

 স্ট্যাফ রিপোর্টার মোঃ কামরুল ইসলাম টিটু:  

                       বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ২০% বাড়ি ভাড়া‌ সহ ৩ দফা দাবিতে  গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশবাহিনী কর্তৃক ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া সভাপতিত্বে ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: মালেকের রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সরকারি অধ্যাপক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর আবুল কালাম, শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ  মাওলানা নুরুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, মো: বেলাল হোসেন, মো: আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএন কারিগরি কলেজের শিক্ষক শামীম হাসান সুজন, সিনিয়র শিক্ষক মো: আবিদুর রহমান, মোঃ: আবুল হোসেন ও এটিএম কামাল হোসেন। 

সভায় বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে ২০% বাড়ি ভাড়া ও‌ মানসম্মত মেডিকেল ভাতা সহ ৩ দফা কার্যকর এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত শিক্ষকদের উপর অমানুষিক নির্যাতন করেছে তার শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।



আরও খবর



বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশিত:বুধবার ২২ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ নভেম্বর ২০২৫ | ১৪৫জন দেখেছেন

Image

 মোঃ কামরুল ইসলাম টিটু স্ট্যাফ রিপোর্টার ঃ

সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে বিআরটি, বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।

আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।

আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।



আরও খবর



বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কক্সবাজারে আলোচনা সভা

প্রকাশিত:সোমবার ২০ অক্টোবর ২০25 | হালনাগাদ:রবিবার ০৯ নভেম্বর ২০২৫ | ৯৯জন দেখেছেন

Image

নোমান: অদ্য ২০ অক্টোবর ২০২৫ইং তারিখ সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) এর আয়োজনে কক্স কুটুমবাড়ী রেস্টুরেন্ট, কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কক্স কুটুমবাড়ী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের জনাব আলহাজ্ব আপেল মাহমুদ।

আলোচনা সভায় পর্যটন শিল্পের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্বারোপ করেন এবং পর্যটন খাতের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগে মফস্বল সাংবাদিকদের জন্য বিশেষ প্রেষণা ও পথনির্দেশনার কাজ হবে বলে আশা প্রকাশ করা হয়।


আরও খবর