Logo
আজঃ রবিবার ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চায় না বাংলাদেশ: সেতুমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১২ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ২৫৭জন দেখেছেন

Image

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়।

ওবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। সেতুমন্ত্রী বলেন, পরিস্থিতি কখন কি হয় বলা যায় না। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কী হবে সেটি বোঝা যাচ্ছে না। সবকিছু মিলে ২০২৪ সালে কী রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না।

মেট্রোরেলের চাহিদা ও ভিড় বেড়েছে— এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫ থেকে ৬টির বেশি বগি মেট্রোরেলে নেই। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পর পর মেট্রো দেওয়া যায় কিনা পরিকল্পনা চলছে।

বিএনপির ১৩ নেতা জেলে মারা গেছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটি জানা নেই। কে কখন মারা গেছে, সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেন।  বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না। কার অবস্থা কখন কি হয় বলা যায় না।


আরও খবর



চিফ প্রসিকিউটর ডিজিটাল ফরেনসিক ল্যাবে প্রবেশাধিকার চাইলেন

প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ২৭জন দেখেছেন

Image

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার আলামত ও সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ প্রক্রিয়া, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও অনলাইন সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

বুধবার (৩০ অক্টোবর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিজিটাল আলামত ও সাক্ষ্য অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সংগ্রহ করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগী ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ন্যাশনাল ডাটা সেন্টারের অনুমোদিত সার্ভারে ডিজিটাল আলামত সংরক্ষণ ও সার্ভারের বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। 

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানদণ্ড এবং আইনসম্মত উপায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল ফরেনসিক ল্যাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইট, ডোমেইন, ই-মেইল এবং সার্ভার সংক্রান্ত বিষয়ে তথ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।

সহযোগিতাগুলো হলো-১. মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সম্পর্কিত সংবেদনশীল ডিজিটাল সাক্ষ্য নিরাপদে সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য আইসিটি বিভাগে অন্তর্গত ন্যাশনাল ডাটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সাইবার সিকিউরিটি এজেন্সির বিভিন্ন অবকাঠামোতে বৈধ প্রবেশাধিকার।

২. আইসিটি বিভাগের অন্তর্গত ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দলিলাদি ও সার্ভারে বৈধ প্রবেশাধিকার এবং বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।

৩. সংবেদনশীল তথ্যের সঠিক চেইন অব কাস্টডি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।

৪. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে আইসিটি বিভাগ কর্তৃক নিরাপদ সার্ভার ও রাষ্ট্রীয় ডোমেইন ই-মেইল সংক্রান্ত সেবা প্রদান।

৫. সুষ্ঠু বিচার ও তদন্তের উদ্দেশ্যে উপরোক্ত বিষয়গুলোতে অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান।



আরও খবর



সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর সুবিধা

প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৪৩জন দেখেছেন

Image

নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারীকে সব কোম্পানিকে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে।

কোম্পানিগুলো ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিকে ১০ বছরের জন্য শর্ত সাপেক্ষে এ অব্যাহতি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশের আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, সেই সব কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন আরম্ভ হতে প্রথম ৫ বছর পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্তের মধ্যে রয়েছে—আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে, প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে এবং পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিগুলো পরিচালিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই থেকে এ অব্যাহতি সুবিধা কার্যকর হবে।


আরও খবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪




বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০24 | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৫৩জন দেখেছেন

Image

ভারতের রাজধানী দিল্লিতে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণের কারণ নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।কর্মকর্তারা বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছেন। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন।স্থানীয় বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণস্থলের কাছাকাছি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়িতে ছিলাম। একপর্যায়ে আমি বিকট শব্দ শুনতে পেয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই এবং ভিডিও রেকর্ড করেছি। আমি এর বেশি কিছু জানি না। পুলিশের দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।”

এনডিটিভি বলছে, সকাল ৭.৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণটি ঘটে। সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে তারা বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।পরে পুলিশ জানায়, তারা এখনও সন্দেহজনক কিছু পায়নি এবং তদন্তের অংশ হিসাবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করা গাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং এলাকার দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আজ সকাল ৭টা ৪৭ মিনিটে ব্যাপক শব্দসহ একটি বিস্ফোরণ ঘটেছে। ক্রাইম টিম, এফএসএল টিম এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ক্রাইম স্পটটি ঘিরে রাখা হয়েছে। ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।”ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে জানানো হয়েছে এবং একটি দল ঘটনাস্থল পরিদর্শন করতে পারে। বিস্ফোরণের পেছনে অপরিশোধিত বোমা থাকতে পারে বলেও পুলিশ সূত্রে খবর রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে থাকতে পারে। মাটির নিচের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



আরও খবর



আসছে গুগলের নতুন নিরাপত্তা ফিচার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪ | ৬৫জন দেখেছেন

Image

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে গুগল। এবার থেকে চুরি যাওয়া স্মার্টফোন সহজেই শনাক্ত করা যাবে। তার জন্য এই নতুন ফিচার চালু করেছে গুগল। নতুন এই ফিচারে চুরি যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নতুন ফিচারে। এই তিনটি ফিচার যুক্ত হওয়ায় এবার থেকে ডিভাইস বা স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে। আপাতভাবে ফিচারটি যুক্তরাষ্ট্রের জন্য চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই সবার জন্য এটি চালু করা হবে। নতুন থেফট ডিটেকশন লক ফিচারে গুগল এআই ব্যবহার করা হয়েছে। যদি ডিভাইসটি চুরি যায় অথবা কোনোভাবে খোয়া যায়, তবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারবে। তৎক্ষণাৎ ডিভাইসটি লক করে দেবে। নিজে থেকেই স্মার্টফোনের স্ক্রিন লক করে দেবে। তাই ডিভাইসটি হারিয়ে গেলেও তথ্যের কোনো ক্ষতি হবে না। গুগলের নতুন ফিচারে আরও উল্লেখ করা হয়েছে, ‘থেফট ডিটেকশন লক’ কোনোভাবে কাজে ব্যর্থ হলে অফলাইন ডিভাইস লক এবং রিমোট লক ফিচার থাকায় সহজেই সেটি লক হয়ে যায়। অফলাইন ডিভাইস লক ফিচারটিও চুরি হওয়া ডিভাইসটিকে লক করতে পারে। সেই সঙ্গে ডিভাইসটির স্ক্রিন লকেও সাহায্য করে। ফলে খোয়া যাওয়া ডিভাইসটি সহজে ব্যবহার করা যায় না। এমনকি খোয়া যাওয়া ডিভাইসটি যে অন্য ব্যক্তি ব্যবহার করছে সেটাও শনাক্ত করা যায়। রিমোট লক ফিচারের সাহায্যে ডিভাইসটিতে শনাক্ত করতে সুবিধা হবে। ফোন নম্বর যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করে হারিয়ে যাওয়া ডিভাইসটি লক করতে সমর্থ হবে। এমনকি স্মার্টফোনটি অপরিচিত কেউ ব্যবহার করছে সেটি রিমোট লক ফিচারের মাধ্যমে শনাক্ত করা গেলেও ডিভাইসটি বন্ধ করে দিতে সক্ষম গুগলের নতুন ফিচার। হারিয়ে যাওয়া ডিভাইসের গুগল অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া যাবে।



আরও খবর



ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ‍্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, হত‍্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল এলাকায় পুলিশ কাজ করছে। তবে কেন বা কী কারণে এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।



আরও খবর

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪