Logo
আজঃ রবিবার ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম

ভাষা শহীদদের প্রতি মালয়েশিয়ায় শ্রদ্ধা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৪২৪জন দেখেছেন

Image

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মালয়েশিয়া প্রবাসীরা।

বুধবার সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশন প্রাঙ্গণে প্রভাতফেরির মাধ্যমে হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে হাইকমিশনার মো. শামীম আহসানের নেতৃত্বে হাইকমিশন পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ ও মালয়েশিয়ায় প্রবাসী গণমাধ্যমকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসের মূল অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।


আরও খবর



মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে ; হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা

প্রকাশিত:রবিবার ২৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪ | ৩৬জন দেখেছেন

Image

মুন্সীগঞ্জে  ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরে এ পর্যন্ত ৩৭২ জন ডেঙ্গু রোগী জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়েছেন আরও কয়েক গুণ। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে চারজনকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ২৭ জন ডেঙ্গু রোগী শুধু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের জন্য আলাদা ডেঙ্গু কর্নার তৈরি করা হলেও ওয়ার্ডে সংকুলান হচ্ছে না রোগী। ফলে অনেকে বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায় ফ্লোরে।  রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই হাসপাতালের মহিলা ডেঙ্গু ওয়ার্ডের সামনে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১০/১২জন রোগী। হাসপাতালের সিঁড়ির সামনেও চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, যারা ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন তারা অধিকাংশই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এর মধ্যে জানুয়ারি মাসে আটজন, ফেব্রুয়ারিতে একজন, মার্চে একজন, মে মাসে সাতজন, জুনে ছয়জন, জুলাইয়ে ১৩ জন, আগস্টে ৩১ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন ও অক্টোবরে এ পর্যন্ত ১২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। 

ঘনঘন বৃষ্টিতে শহরে এডিস মশার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। এসব প্রজনন ক্ষেত্র  ধ্বংস না হওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ আগে নিয়মিত মশার ওষুধ শহরে দেওয়া হতো। কিন্তু গত ৫ আগস্ট  মুন্সীগঞ্জ পৌরসভা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে নাগরিক অনেক সেবা থেকে বঞ্চিত হয়েছে মুন্সীগঞ্জ শহরের লোকজন। ঢিমেতালে চলছে এখন মশা নিধন কার্যক্রম। ঠিকমতো মশা নিধন না হওয়ায় মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা এবং আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। আর এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় শহরের বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে মশার প্রাদুর্ভাব বাড়ছে। মুন্সীগঞ্জ শহরের ইসলামপুর এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগীর দেখা মিলেছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর মহল্লায়। জলাবদ্ধতা এবং বৃষ্টির পানি জমে থাকায় এডিস মশার বংশ বিস্তার বাড়ছে।হাসপাতালে চিকিৎসাধীন নিহাত মিয়া বলেন, আমার বাসা ইসলামপুর এলাকায়। মশার অত্যাচারে শুধু রাতে নয়, দিনেও শান্তিতে থাকা যাচ্ছে না। শহরের সব এলাকায় মশাবাহিত রোগ বাড়ছে। একই রকম মন্তব্য করেন চিকিৎসাধীন ফারিয়া আক্তার নামে এক গৃহবধূ।

মিরকাদিম পৌরসভার গোয়ালঘুগ্নি এলাকার বাসিন্দা সুমন বেপারী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরএলাকার বিভিন্ন জায়গায় মশার উপদ্রব বেড়েই চলেছে। তবুও মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। একাধিকবার তাদের জানালেও কাজ হয়নি।এলাকাবাসী বলেন, পৌর এলাকার বেশির ভাগ বাসাবাড়িতে নালার ব্যবস্থা নেই। সড়কের পাশেও নালা নেই। তাই বৃষ্টি হলেই পানি জমে বংশবিস্তার করে মশা। রোগীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, শরীর ও মাথায় তাদের প্রচণ্ড ব্যথা। জ্বরের সঙ্গে বমিও হচ্ছে।

মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নালাতেও জমে আছে ময়লা। বাসাবাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও জলাশয়গুলো যেন এডিস মশার বংশবিস্তারের অভয়ারণ্য। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে কয়েল বা স্প্রে ব্যবহার করেও মশার উপদ্রব থেকে রক্ষা পাচ্ছেন না লোকজন। মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ও দক্ষিণ ইসলামপুর, খালইস্ট, মধ্য কোটগাঁও, দেওভোগ, মালপাড়া এলাকায় দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রাখতে দেখা যায়। শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর মহল্লায় বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, বৃষ্টির পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তার বেড়েছে। অন্যদিকে জেনারেল হাসপাতালে জ্বরসহ মশাবাহিত রোগে চিকিৎসা নিতে দেখা যায় শিশু-বৃদ্ধসহ নানা বয়সী মানুষকে।

জানা গেছে, সকাল হলেই হাসপাতালে টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। এর অধিকাংশই জ্বরে আক্রান্ত। চিকিৎসকদের তথ্যমতে, মশাবাহিত বিভিন্ন রাগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক মানুষ। জ্বরে আক্রান্ত অসংখ্য মানুষের মধ্যে ডেঙ্গুর সব লক্ষণ পেয়েছেন, তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত না হওয়ায় তারা উদ্বিগ্ন।

হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা জানান, এ বছর ওষুধ স্প্রে কমেছে তাই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তারা বলছেন, ঢাকায় যে পরিমাণ মশার ওষুধ দেওয়া হয় মুন্সীগঞ্জে সেই পরিমাণ ওষুধ দিতে দেখা যায় না। ময়লা-আবর্জনা পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। ডেঙ্গুর প্রকোপ বেশি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সাইদুর রহমান হিমেল বলেন, জেলাজুড়ে মশার উপদ্রব নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে। দিনে অন্তত ১৫ জন মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন মনজুরুল আলম বলেন, মশার বংশবিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগের সাধারণ মানুষেরও ভূমিকা রাখা উচিত।

মুন্সীগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মো. জামাল বলেন, অসময়ে বৃষ্টির কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তা ছাড়া মুন্সীগঞ্জে মশা নিধন যে কার্যক্রম তা যথাযথ হচ্ছে না। যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। মানুষ সচেতনেতার অভাবে অনেকে মশারি না টাঙিয়েই ঘুমাচ্ছেন যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তবে মেঝেতে রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। মেঝেতে চিকিৎসা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া পাশাপাশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি।


আরও খবর

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪




নিত্যপণ্যের বাজার তদারকি করলো বাণিজ্য মন্ত্রণালয়ের দুই টিম

প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৮০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:  নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ঠেকাতে রাজধানীর দুটি বড় বাজার তদারকি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক দুই টিম। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সকালে রাজধানীর মিরপুরে শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট ও শনিরআখড়া সবজির বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট বাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন।এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, আলু, ডিম, সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা হালনাগাদ করাসহ সব পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

এদিকে গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানিয়েছেন।

অপরদিকে রাজধানীর শনিরআখড়া সবজির বাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রি মূল্য যাচাই করা হয়। এসময় মূল্য তালিকা টানাতে দোকানিদের তাগিদ দেওয়া হয়। 

অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা ও মূল্য তালিকা না টানানোয় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪




রাষ্ট্রপতি ইস্যুতে সরকারকে হটকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান

প্রকাশিত:রবিবার ২৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৫০জন দেখেছেন

Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই মুহূর্তে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে-বাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি অপসারণে ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এই নিয়ে বিএনপির অবস্থান কি? জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সর্বোচ্চ ফোরাম রয়েছে, সেখানে এ নিয়ে আলোচনা হবে। তারপর আমাদের অবস্থান পরিষ্কার করবো।মির্জা ফখরুল বলেন, আমরা আগেও বলেছিলাম গণ-অভ্যুত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে সংহত করতে হলে জাতীয় ঐক্য করতে হবে। কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। তা সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তারজন্য বেশি প্রয়োজন অতিদ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা।নির্বাচন বিলম্বিত করতে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছে কিনা বিএনপি? জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা বার বার বলছি— যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আজকে শপথ নিয়েছি, যেকোন মূল্যে আমাদের স্বাধীনতাকে রক্ষা করবো— এমনটা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় শ্রদ্ধা নিবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


আরও খবর



বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই : চসিক প্রশাসক

প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৮৬জন দেখেছেন

Image

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই বিধায় সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মো. তোফায়েল ইসলাম। 

রোববার (১৩ অক্টোবর) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে চসিকের তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

চসিক প্রশাসক বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিময় সম্প্রীতির জনপদ। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের ধর্মাচরণ পালনের অধিকার আছে। এ দেশে ধর্মীয় ভেদাভেদ নেই। ধর্ম নির্বিশেষে সবাই ধর্মীয় উৎসব উদযাপন করেন। সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃত ধার্মিক ও মানবিক মানুষের সুদৃঢ় ঐক্যে শান্তির বাংলাদেশ গড়তে  হবে।  তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। বিগত বছরগুলোর ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপে পরিচ্ছন্নতা, আলোকায়ন, পানীয়-জলের ব্যবস্থা এবং পূজার্থীদের নিরাপত্তাসহ পতেঙ্গা সমুদ্র সৈকতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করেছে চসিক।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র নাথের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। 



আরও খবর



সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৯৭জন দেখেছেন

Image

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক কালবেলাকে জানান, ফারুক খানকে ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আব্দুর রাজ্জাকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আরও খবর