Logo
আজঃ রবিবার ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

প্রকাশিত:রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ২৩৫জন দেখেছেন

Image

দেশের মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজে এবার পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। গত বছরের চেয়ে এবার এক হাজার ৩০টি সিট বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের সিট ছয় হাজার ৩৪৮টি।’


আরও খবর



কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান

প্রকাশিত:মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৩৮জন দেখেছেন

Image

পুরনো গান রিমিক্স করে নতুন আঙ্গিকে হাজির করার ট্রেন্ড চলছে বিশ্বব্যাপী। বিশেষ করে বলিউডে এই ট্রেন্ড জেঁকে বসেছে একেবারে। যত সময় গড়াচ্ছে, পুরনো সব কালজয়ী গানকে নতুন করে শ্রোতাদের সামনে হাজির করছেন নতুন প্রজন্মের গায়ক-সুরকাররা। এবার এই গান রিমিক্স করার বিষয়টি নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরনো গান রিমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে কথা বললেন এ আর রহমান। ৯০ দশকের শেষের দিক থেকেই শুরু হয়েছিল হিন্দি গান রিমিক্স করার ব্যাপারটি। কিন্তু বেশ কয়েক বছরে এটি নতুন একটি রূপ নিয়েছে। আগে তা-ও পুরনো গানের রিমিক্স করার ব্যাপার ছিল, কিন্তু এখন পাঁচ থেকে ছয় বছর আগের গানও রিমিক্স করে চালিয়ে দেওয়া হচ্ছে। অস্কারজয়ী এ সুরকার আরো বলেন, এই পুনর্গঠিত গানগুলো ব্যবহার করা হচ্ছে আসল গায়ক বা সংগীত পরিচালকের অনুমতি ছাড়াই। পুরনো গান রিমিক্স করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্ভব কিন্তু বাণিজ্যিকভাবে কখনো এটি ব্যবহার করা উচিত নয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি পোস্ট করার সময় অনুমতি না-ও চাইতে পারেন, কিন্তু যখন এটি নিয়ে আপনি ব্যবসা করছেন, তখন অনুমতিটা নেওয়া উচিত। সংগীতে ‘এআই’ ব্যবহারের বিষয়টি নিয়ে এ আর রহমান বলেন, ‘এআই ব্যবহার করে যেসব সংগীতকে পুনরায় তৈরি করা হচ্ছে, তাতে কিন্তু সুরকারকে কোনো অর্থ প্রদান করা হচ্ছে না। সুরকারের স্টাইল অক্ষুণ্ণ রেখেই শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গানগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে, যা কখনোই উচিত নয়।’ সম্প্রতি তামিল চলচ্চিত্র ‘রায়ান’ এবং ইমতিয়াজ আলীর ‘অমর সিং চমকিলা’তে গান গেয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান। এই সুরকারের আসন্ন কাজের মধ্যে রয়েছে ‘ছাভা’ এবং ‘ঠগ লাইফ’।


আরও খবর



পাপারাজ্জিদের খপ্পরে হৃতিক-সাবা

প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৬৯জন দেখেছেন

Image

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সাবা আজাদ গত বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। ফেরার পথে পাপারাজ্জিদের খপ্পরে পড়ে ক্যামেরাবন্দি হন হৃতিক ও সাবা। সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হন এ জুটি। আর সেখান থেকে বের হওয়ার সময় দুই তারকার একটি মিষ্টি মুহূর্ত কেড়ে নেয় সবার মন। জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে আসার সময় 'প্রোটেক্টিভ' বয়ফ্রেন্ডের মতো হৃতিককে দেখা গেল তাদের চারপাশে অপেক্ষারত পাপারাজ্জিদের সরিয়ে সাবাকে গাড়িতে তুলে দিতে। পাপারাজ্জিরা মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে হৃতিক রোশন ও সাবা আজাদকে ক্যামেরাবন্দি করেন। এ দম্পতি মিডিয়ার জন্য এবং এমনকি সিদ্ধার্থ আনন্দের সঙ্গেও পোজ দিয়েছিলেন। ক্যামেরায় ধরা পড়েছে হৃতিক উদযাপনে অংশ নিতে খাবারের জয়েন্টে প্রবেশের আগেও সাবার হাত ধরেছিলেন। সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য হৃতিক একটি গাঢ় ধূসর টি-শার্ট পরেছিলেন, যাতে ছিল একটি আরামদায়ক ফিট এবং একটি গোল নেকলাইন। তিনি এটি একটি হালকা ধূসর ডেনিম জ্যাকেটের নিচে পরেছিলেন। সবশেষে কার্গো প্যান্ট, একটি স্নিকার্স এবং ব্যাকসুইপড হেয়ারডোতে বরাবরের মতোই চোখ ফেরানো দায় ছিল কৃশ-অভিনেতার কাছ থেকে। সাবাকে দেখা গেছে, একটি সাদা বোতাম-ডাউন শার্ট বেছে নিয়েছিলেন নিজের জন্য। সঙ্গে বাদামি ট্রাউজার। বেজ পাম্প, একটি স্টেটমেন্ট গোল্ড কাফ ব্রেসলেট, সোনালি রঙের কানের দুল এবং একটি ট্যান-রঙের বালতি মিনিব্যাগ নিয়েছিলেন অ্যাকসেসরিজ হিসেবে। গত ১ অক্টোবর ছিল হৃতিক রোশন-সাবা আজাদের সম্পর্কের তৃতীয়বার্ষিকী। আর এই বিশেষ দিনটি একসঙ্গে পালন করেন হৃতিক-সাবা। ২০২১ সাল থেকে ডেটিং করছেন তারা। হৃতিক ও সাবা তাদের ছুটির একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে নেন। হৃতিক তার পোস্টের ক্যাপশনে লিখেছিলেন- শুভ বার্ষিকী অংশীদার (হার্ট ইমোজি) ১.১০.২০২৪ @ংধনধুধফ’। সাবা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ছবি শেয়ার করে লিখেছেন-শুভ ৩ বছরের সঙ্গী (হার্ট ইমোজি) ১.১০.২০২৪।’ এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিনার ডেটে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে। এরপর সে বছরেই করণ জোহরের ৫০তম জন্মদিন সেলিব্রেশনে একসঙ্গে পার্টিতে গিয়ে তারা সম্পর্কে লাগান অফিসিয়াল সিলমোহর। বারংবার তারা বয়সের পার্থক্যের কারণে কটাক্ষের শিকার হয়েছেন। ১১ বছরের সাবার সঙ্গে প্রেম করায় কেউ কেউ কটাক্ষ করেন ‘বাচ্চা প্রেমিকা’ বলেও। সম্প্রতি হৃতিকের বাবা রাকেশ রোশনের বাড়িতে গণেশ চতুর্থী ২০২৪ সেলিব্রেশনেও দেখা গিয়েছিল সাবাকে। পিংকি রোশন, সুনয়না রোশনসহ রোশন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও দেখা গেছে তাকে। হৃতিকের সাবেক স্ত্রী সুজন ও দুই ছেলের সঙ্গেও বেশ ভালো বন্ডিং সাবার।


আরও খবর



শাহরুখের জন্মদিনের পার্টিতে অতিথি থাকছেন যারা

প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৩০জন দেখেছেন

Image

বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে।

শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।শাহরুখের এই উনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।




আরও খবর



বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ অক্টোবর 20২৪ | হালনাগাদ:শনিবার ০৯ নভেম্বর ২০২৪ | ৬৪জন দেখেছেন

Image

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নদী বন্দরে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব নেই। তবুও ২ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বেলা ১১টা থেকে বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।এর আগে, ভোলা-মজুচৌধুরীর হাট রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বরিশালে হালকা বৃষ্টি হচ্ছে।


আরও খবর

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪




৭ মার্চ বাতিলের খবরে তীব্র প্রতিবাদ জানালেন শাওন

প্রকাশিত:বুধবার ১৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ নভেম্বর ২০২৪ | ৫৫জন দেখেছেন

Image

দেশের ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোকসহ আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়– ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে।

সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে উপদেষ্টা পরিষদ এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এদিকে ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল হওয়ার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসাবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারন নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। ’

শাওন তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ, নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

এরপর নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের দালাল উল্লেখ করে শাওন লেখেন, ৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।



আরও খবর