Logo
আজঃ বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
শিরোনাম
হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার লুইস-হোপ-কার্টির তান্ডবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফোনে গোপন নজরদারি করছে যেসব অ্যাপ নীরবে বাগদান সারলেন ডুয়া লিপা

জামায়াতকে একমঞ্চে চায় ১২ দলীয় জোট

প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ২১৪জন দেখেছেন

Image



সদরুল আইন:


সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে একমঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম মিত্র ১২ দলীয় জোট। 


তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী। তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামায়াতসহ বাম-ডান ও ইসলামী ঘরানার সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।



তারা বলেন, ২৮ অক্টোবরের আগে একমঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা তখন একমঞ্চে প্রায় চলেও এসেছিলাম। কিন্তু যুগপতেরই দুএকটি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। 


২৮ অক্টোবর জামায়াতও মাঠে ছিল। কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওইদিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।


রোববার (১২ মে) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে তাদের এমন পরামর্শ দেন ১২ দলের কয়েকজন নেতা।



দ্বাদশ সংসদ নির্বাচনের পর একদফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। 


এমন প্রেক্ষাপটে সরকারবিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে এ দিন ১২ দলের পর একই স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি।


গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ১২ ও ১৩ জানুয়ারি যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়। যেটাকে তখন বিএনপি ও শরিকদের পক্ষ থেকে ‘সৌজন্য বৈঠক’ বলা হয়েছিল।


 সেখানে সরকারি নানামুখী চাপ ও প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া এবং যুগপৎ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির পক্ষ থেকে মিত্রদের সাধুবাদ জানানো হয়।


জানা গেছে, বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কী কর্মসূচি নেওয়া যায়- সে ব্যাপারে ১২ দল নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়। 


তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন। এ সময় বিক্ষিপ্তভাবে দুএকজন নেতা ঢাকায় একমঞ্চ থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব করেন।



বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে। এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। 


আমরা মাঝে মাঝেই বসি, আলোচনা করি। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দামবৃদ্ধিসহ নানা বিষয়ে মানুষের দুর্ভোগ, দেশের অর্থনীতির দুরবস্থা, দুর্নীতি-অনাচার, সীমান্ত সংকট, সীমান্তে মানুষ হত্যা, সীমান্তে অনুপ্রবেশসহ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।


১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন, আগামীতে আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।



 বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কী ধরনের কর্মসূচি নেওয়া যায়, তা চেয়েছে। আমরা সপ্তাহ খানেকের মধ্যে এ কর্মসূচি গ্রহণ করব।


আরও খবর



সহকারী, যুগ্ম, অতিরিক্ত ও জেলা জজ মর্যাদার ২৬৪ বিচারককে বদলি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম অতিরিক্ত এবং জেলা ও দায়রা জজ মর্যাদার ২৬৪ বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এই বিষয়ে বদলি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।  ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১০জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। আরো ২৮ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজকে অন্য জেলায় বদলি করা হয়েছে।  

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হলো। 

সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি প্রাপ্তরা হলেন, ঢাকার জীবরুল হাসান, নারায়নগঞ্জের মো: হায়দার আলী, বরিশালের মো: হাসিবুল হাসান, ব্রাক্ষনবাড়িয়ার মো: ফরহাদ রায়হান ভুইয়া, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার মো: মাসুদ-উর-রহমান, রাজশাহীর মোছা: কামরুন নাহার, ঢাকার শাহিন রেজা, কিশোরগঞ্জের নাসিমা তালুকদার মুনমুন, সাতক্ষীরার মুহাম্মদ নাছির উদ্দিন ফরাজী, ফরিদপুরের ইসরাত জাহান, ও কক্সবাজারের প্রবাল চক্রবর্তী। তাদেরকে পদোন্নতি পূর্বক বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এছাড়া আরেকটি পৃথক আদেশে আরো ২১ যুগ্ম জেলা ও দায়রা জজকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। সব মিলে আজ ৩৪ যুগ্ম জেলা জজকে বিভিন্নস্থানে বদলি করা হলো। সহকারী জজ ১৬২ জনকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। এছাড়া আরো ৩০ জন জেলা ও দায়রা জজকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। সব মিলে মোট ২৬৪ জন বিচারককে একই দিনে বদলি করা হলো। 


আরও খবর



গাজায় ইসরায়েলি হামলায় ঝরলো আরও ৮৫ প্রাণ

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ | ১০৬জন দেখেছেন

Image

গাজায় ইসরায়েলি হামলা প্রতিনিয়ত চলছেই। এতে ঝরছে মৃত্যুর মিছিল। গেল কয়েকদিন আগেই ৫৩ হাজার মৃত্যু ছাড়িয়েছিল। দিন যত যাচ্ছে তা আরও দীর্ঘ হচ্ছে। সম্প্রতি করা হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত আরজ ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘অনাহার-সম্পর্কিত’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ হাসপাতালে পৌঁছেছে এবং ২৪৭ জন আহত হয়েছেন। এ নিয়ে আহতের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে। মন্ত্রণালয় জানায়, অনেক লাশ ধ্বংসস্তূপ ও রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।


আরও খবর



অধিনায়ক শান্ত-মুশফিকের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন বাংলাদেশের

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় সেশন নিজেদের করে রাখল সফরকারী বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করেছে টাইগাররা।  

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে টাইগাররা। দুই ওপেনার সাদমান ইসলাম ১৪ ও এনামুল হক শূন্য এবং মোমিনুল হক ২৯ রানে আউট হন। 

এরপর চতুর্থ উইকেট শ্রীলংকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন শান্ত ও মুশফিক। ২৫১ বলে দু’জনের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় সেশন নিজেদের করে রাখে টাইগাররা। এসময় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শান্ত-মুশফিক। 

শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং মুশফিক ২৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন। 

শ্রীলংকার অভিষিক্ত স্পিনার থারিন্দু রাত্নায়াকে ২টি ও পেসার আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন।


আরও খবর



ঘোড়া কোরবানি করা নিয়ে ইসলাম যা বলে

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ | ১৭৯জন দেখেছেন

Image

ছয় ধরনের গবাদি পশু কোরবানি করা যায়; উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। খাওয়া হালাল এমন যে কোনো পশু কোরবানি করা যায় না। যেমন হরিণের মাংস খাওয়া হালাল হলেও হরিণ কোরবানি করা যায় না। একইভাবে ঘোড়ার মাংস খাওয়া অনেকের মতে হালাল হলেও ঘোড়া কোরবানি করা যায় না। উট, গরু ও মহিষ এ তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাত জন শরিক হতে পারে। অর্থাৎ একজন, দুজন, তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সাত জন ওই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবে। ছাগল, ভেড়া, দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়। কোরবানি করার জন্য পশুর নির্দিষ্ট বয়সসীমা পার হওয়াও জরুরি। যে কোনো বয়সের পশু দিয়ে কোরবানি করা যায় না। উট কোরবানির জন্য তা কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। এ রকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। উল্লেখ্য যে, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই ওই ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে না।


ঘোড়ার মাংস খাওয়ার বিধান কী?

ঘোড়ার মাংস হালাল এবং তা খাওয়া সাধারণভাবে জায়েজ। কিন্তু ঘোড়া যেহেতু এক সময় বাহন হিসেবে ব্যবহৃত হতো, যুদ্ধে ব্যবহৃত হতো, তাই ব্যাপকভাবে ঘোড়ার মাংস খাওয়া হলে বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দিতে পারে এই আশঙ্কায় ইমাম আবু হানিফা (রহ.) ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। কারণ খাদ্যের চেয়ে বাহন হিসেবে ঘোড়ার উপযোগিতা ও প্রয়োজনীয়তা বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোড়াকে বাহন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন,

وَّ الۡخَیۡلَ وَ الۡبِغَالَ وَ الۡحَمِیۡرَ لِتَرۡكَبُوۡهَا وَ زِیۡنَۃً وَ یَخۡلُقُ مَا لَا تَعۡلَمُوۡنَ

তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পার আর শোভা-সৌন্দর্যের জন্যও; তিনি সৃষ্টি করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই। (সুরা নাহল: ৮)


বর্তমান সময়ে ব্যাপকভাবে ঘোড়ার মাংস খেলে যদি বাহন হিসেবে বা যুদ্ধে ব্যবহারের জন্য ঘোড়ার সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম আবু হানিফার (রহ.) মত অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বিবেচিত হবে। এ ছাড়া হানাফি মাজহাবের অন্য দুই বড় ইমাম আবু ইউসুফ (রহ.) ও মুহাম্মাদ (রহ.) এবং অন্যান্য মাজহাবের ইমামগণ ঘোড়ার মাংস খাওয়াকে পুরোপুরি হালাল বলেছেন। তাদের মতের পক্ষে কিছু হাদিস পাওয়া যায়। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) খায়বারের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। (সহিহ বুখারি: ৩৯৮২, সহিহ মুসলিম: ১৯৪১)


আসমা বিনতে আবু বকর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সা.) যুগে একটি ঘোড়া জবাই করে তা খেয়েছিলাম। (সহিহ বুখারি: ৫১৯১, সহিহ মুসলিম: ১৯৪২)


জাবের (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সা.) সঙ্গে সফর করেছিলাম। ওই সফরে আমরা ঘোড়ার মাংস খেতাম এবং তার দুধ পান করতাম। (দারাকুতনি ও বায়হাকি)


আরও খবর



ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন হোল্ডার-রাসেল

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

 দুই অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে এনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকবেন রাসেল।

দুই মাসের বেশি সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাবেক অধিনায়ক নিকোলাস পুরান।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ সংক্ষপ্তি ফরম্যাটে খেলেছেন রাসেল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞদের নিয়ে নতুনভাবে দল গোছানো শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের হয়ে হোল্ডার ৬৩টি ও রাসেল ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শাই হোপের। গত ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান রোভম্যান পাওয়েল।

নেতৃত্ব ছাড়লেও দলে জায়গা ধরে রেখেছেন পাওয়েল। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাস্টিন গ্রেভস, শামার স্প্রিঙ্গার ও টেরেন্স হাইন্ডস। দলে আরও ফিরেছেন শেরফানে রাদারফোর্ড।

ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন না ব্রেন্ডন কিং ও রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ইংল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরবেন কিং ও চেজ। সদ্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হয়েছেন চেজ। তাদের দুজনের বদলি হিসেবে আয়ারল্যান্ড সিরিজের দলে যোগ দেবেন কেসি কার্টি ও জাইড গুলি।
৬ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে এবং ১২ জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।


আরও খবর