Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত! লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’ সান্তিয়াগো বের্নাবেউয়ে বিতর্কিত মাদ্রিদ ডার্বি সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

জাবিতে কবিতা আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ

প্রকাশিত:শনিবার ১০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬৫জন দেখেছেন

Image

সাভার (ঢাকা) প্রতিনিধি : কবিতা আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’। সমাবেশে বক্তরা পাঁচটি দাবি জানায়।

দাবিগুলো হলো- চলমান ধর্ষণের ঘটনার সুষ্ঠু সুরাহা এবং জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনা, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা ও  পূর্বের সকল অভিযোগ নিষ্পত্তি করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া,  হল থেকে অছাত্রদের বিতাড়িত করে সিট সংকট নিরসন করা ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দৌরাত্ম্য নিরসনে পদক্ষেপ নেওয়া।

সমাবেশে আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে চলমান সাংস্কৃতিক সংকট এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মানুষকে গর্জে ওঠার আহ্বান জানানোর জন্যই এই আয়োজন করা হয়েছে।

সমাবেশে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মেঘ বলেন, ’ধর্ষণ ও অন্যান্য অপরাধ একদিনে ঘটেনি। তিলে তিলে সব অপরাধ একত্রিত হয়ে ধর্ষণে পরিণত হয়েছে। ধর্ষণের পিছনে দায়ী ক্ষমতাসীন ছাত্রসংগঠনের মদদ। ধর্ষণ ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হলে ক্ষমতাসীনদের ছাত্রসংগঠনের বিরুদ্ধে আমাদের  দাঁড়াতে হবে। আমাদের আন্দোলন শুধু ধর্ষণের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন অছাত্র, মাদক ও সেই প্রশাসনের বিরুদ্ধে যারা মাহমুদুর রহমান জনির মতো যৌন নিপীড়কের আশ্রয়দাতা।


আরও খবর



দেড় যুগ পর আগামীকাল ভোলায় জামায়াতে ইসলামীর সমাবেশ

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৩জন দেখেছেন

Image

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেড় যুগ পর ভোলা জেলায় কর্মী সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে প্রায় ১৮ বছর আগে ভোলা জেলায় জামায়াতে ইসলামীর সর্বশেষ বৃহৎ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তবে এই দীর্ঘ বিরতির পর আবারও দলটি তাদের সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে ভোলায় এমন একটি সমাবেশ আয়োজন করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর, ভোলা ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এম. পি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুহাম্মদ মুয়াযযম হোসাইন (হেলাল), কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী।

জামায়াতে ইসলামীর ভোলা জেলার শীর্ষ নেতারা জানিয়েছেন, এই কর্মী সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ঐক্য বজায় রাখা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা। এছাড়া, সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে, যারা ভোলার জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

সমাবেশে দলের নেতৃবৃন্দ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা, এবং দলের আদর্শ ও মূলনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। স্থানীয় নেতা-কর্মীরা এই সমাবেশের মাধ্যমে দলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনঃনির্ধারণ করবেন।

এদিকে ভোলা জেলায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবেশের স্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

এই কর্মী সমাবেশের মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন যে, জামায়াতে ইসলামী কি পুনরায় রাজনৈতিক অঙ্গনে শক্তি বাড়ানোর চেষ্টা করছে? বিশেষ করে গত কয়েক বছরে দেশে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং এর মধ্যে জামায়াতের এই কর্মী সমাবেশ বিশেষভাবে নজরকাড়া। যদিও দলটি অতীতে বেশ কিছু বিতর্কিত অবস্থানে ছিল, তবে এবার তারা আবারও নিজেদের রাজনৈতিক ভূমিকা প্রতিষ্ঠিত করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

ভোলা জেলায় জামায়াতে ইসলামী একসময় রাজনৈতিক কার্যক্রমের জন্য বেশ পরিচিত ছিল। তারা স্থানীয় নানা সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেও স্থানীয় জনগণের মাঝে প্রভাব বিস্তার করেছে। যদিও বিগত বছরগুলোতে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল, তবে এবার তারা নিজেদের পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বলে মনে করেন অনেকে।

এ দীর্ঘ বিরতির পর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ভোলায় অনুষ্ঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনা। দলের নেতা-কর্মীরা মনে করেন, এই সমাবেশ তাদের সংগঠনকে শক্তিশালী করতে সহায়ক হবে এবং আগামী দিনের জন্য একটি নতুন রাজনৈতিক দিক নির্দেশনা প্রদান করবে। তবে, এই কর্মী সমাবেশের পর কী ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হবে, তা পর্যবেক্ষণ করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জামায়াতের জেলা ও উপজেলা নেতারা ২৫ জানুয়ারির কর্মী সমাবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় জামায়াত নেতারা বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ দেড় যুগ পর শনিবার (২৫ জানুয়ারি) জামায়াতে ইসলামী ভোলা জেলার কর্মী সমাবেশ হতে যাচ্ছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সমাবেশ স্মরণকালের সেরা সমাবেশ হবে বলেও জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬জন দেখেছেন

Image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : স্বাধীন জাতিসত্তা বিনির্মাণে কবি নজরুলের সৃষ্টি চর্চার বিকল্প নেই। আর তা শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা থেকেই। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন। বলেন, শুধু ব্রিটিশবিরোধী আন্দোলনই নয়, স্বাধীনতা অর্জন ও মানুষের অধিকার রক্ষার সকল সংগ্রামে নজরুলের সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক। বিশিষ্ট নজরুল গবেষক, সাহিত্যিক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন এবং লেখক, সাংবাদিক সমর ইসলাম, একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোঃ শাহীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মেধা ও নিয়মিত ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৪০ জনকে পুরস্কার দেয়া হয়েছে।


আরও খবর



নোমান-সাজিদের ঘুর্ণিতে চালকের আসনে পাকিস্তান

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৫২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে ২০২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা চলেছে কিছুক্ষণ। দলের ১৮৭ রানের মাথায় ভেঙেছে জুটি। ৫ম উইকেট জুটিতে রান এসেছে ১৪১। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হন শাকিল। শাকিলের বিদায়ের পর দ্রুতই সালমান আলী আঘা এবং নোমান আলীর উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। নোমান আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন রিজওয়ান। ১৩৩ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথায় আউট হন রিজওয়ান। শেষ দিকে লড়াই চালিয়েছেন সাজিদ খান। ২৫ বলে ১৮ রান করেন তিনি।

এছাড়া ১৭ বলে ৭ রান করেছেন খুররাম শাহজাদ। ২৩০ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং জেডন সিলস। ২ উইকেট নেন কেভিন সিনক্লেইর। ১টি উইকেট তুলেছেন গুডাকেশ মোটি। জবাব দিতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে খাবি খেতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১০ রানের মাথাতে মিকাইল লুইসকে দিয়ে শুরু। ৫ বলে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস। তাকে বোল্ড করেছেন সাজিদ খান। এরপর একে একে আরও উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ফেরানোর পরের বলেই কেসি কার্টিকে আউট করেন সাজিদ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কার্টি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ক্যারিবিয়ান অধিনায়ককেও ফিরিয়েছেন সাজিদ। একই ওভারে কাভেম হজকেও আউট করেছেন সাজিদ খান। ২২ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের। সাজিদের ধ্বংসযজ্ঞ শেষে শুরু হয়েছে নোমান আলীর কামাল। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং আলিক আথানাজেকে ফিরিয়েছেন নোমান। ৫১ রানের মধ্যে ক্যারিবিয়ানরা হারিয়েছে ৭ উইকেট। শুরুর ৭ ব্যাটারের মধ্যে কেবল ব্র্যাথওয়েট ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। শেষ দিকে কিছুটা লড়াই চালাতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেইর খেলেছেন ১৭ বলে ১১ রানের ইনিংস। গুডাকেশ মোটি ২৫ বলে করেছেন ১৯ রান। ২৪ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জোমেল ওয়ারিক্যান। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জেডন সিলস। ২৫.২ ওভারে ১৩৭ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নোমান আলী। ৪ উইকেট নেন সাজিদ খান। ১ উইকেট তুলেছেন আবরার আহমেদ।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের উদ্বোধন করেছেন মোহাম্মদ হুরাইরা এবং অধিনায়ক শান মাসুদ। দলের ৬৭ রানের মাথায় থেমেছে জুটি। ৫৮ বলে ২৯ রান করে বিদায় নেন হুরাইরা। তিনে নামা বাবর আজম আলো ছড়াতে পারেননি। ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন বাবর। শান তুলে নিয়েছেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই থেমেছেন। ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন শান। শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি কামরান গুলাম এবং সাউদ শাকিল। ৪০ বলে ৯ রান করে টিকে আছেন গুলাম। শাকিল অপরাজিত আছেন ৮ বলে ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, লিড ২০২ রানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলেছেন জোমেল ওয়ারিক্যান।


আরও খবর



গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে যান এবং হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবেনা। এদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বাসসকে সকালে জানিয়েছেন, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে এনে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।

আহতরা জানিয়েছে, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।


সূত্র : বাসস


আরও খবর



চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল: রাষ্ট্রদ্রোহ মামলার পটভূমি ও সাম্প্রতিক ঘটনা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বলা হয়েছে, চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন চিন্ময় দাস। তার নেতৃত্বে ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। এই মামলায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করা হয়।

তবে মামলার কিছুদিন পরই বিএনপি থেকে ফিরোজ খানকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয় এবং ২৬ নভেম্বর আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।

চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার অনুসারী সনাতন ধর্মাবলম্বীরা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন। বেলা সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত চলা এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে সাধারণ আইনজীবী ও কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হন।

জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে চিন্ময় দাস পুনরায় উচ্চ আদালতে আবেদন করেন। ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম তার আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করেন চিন্ময় দাস।

মঙ্গলবার হাইকোর্টে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

সরকারের জবাব পাওয়ার পর হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে রাষ্ট্রপক্ষ মামলার গুরুত্ব তুলে ধরে জামিন না দেওয়ার যুক্তি উপস্থাপন করতে পারে। অন্যদিকে, চিন্ময়ের পক্ষ থেকে জামিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত আসে, তা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ গুরুত্ব বহন করবে।


আরও খবর