অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আজ (রোববার) দীর্ঘ ৭ ঘণ্টা সড়ক অবরোধ করার পর অবশেষে মিরপুর সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছেন। তাদের প্রধান দাবী হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি। আন্দোলনকারীরা জানিয়েছে, তারা যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন, এবং এই আন্দোলন চলমান থাকবে।
রোববার দুপুরের পর, আন্দোলনকারীরা মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন। এতে সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং রাজধানীর বিভিন্ন অংশে জনজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তারা নিজেদের চিকিৎসার কাগজপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন।
কোরবান শেখ, একজন বিক্ষোভকারী, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে জানান, তাঁরা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যমুনার দিকে রওনা হচ্ছেন।
তাদের দাবি ছিল, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন দ্রুত করা হোক এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে চারটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তা বাতিল করা হোক। আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া তারা দাবি করেন, অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে পাঠানো হোক।
আজ বিকেল ৪টার পর, তারা শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন স্থগিত করে, কিন্তু সন্ধ্যার পর আবারও যাত্রা শুরু করেন। রোববার সন্ধ্যার পর মিরপুর সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে তারা এগিয়ে যান, তবে তাদের আন্দোলন এখনো অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন।
অন্যদিকে, রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনটি রাজধানী ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যাপক অসুবিধা সৃষ্টি করেছে। মিরপুর সড়ক অবরোধের কারণে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, যাদের চলাচলে ব্যাঘাত ঘটে।
এদিকে, আন্দোলনকারীদের দাবি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তাদের সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্র : এফএনএস