Logo
আজঃ রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালি কাবিন পদক ঘোষণা ও কবি আল মাহমুদ স্মরণোৎসব বিষয়ে মতবিনিময় সভা শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১ আজ থেকে সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লকি ফার্গুসনের উপস্থিতি অনিশ্চিত পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক বোয়ালমারীতে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কমিটি ঘোষণা

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে চীফ প্রসিকিউটর সহ ১১ জনের পদত্যাগ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৪জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদকঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর সহ ১১ জন প্রসিকিটর পদত্যাগ করেছেন। 


পদত্যাগকারীরা হলেন- মুকলেসুর রহমান বাদল, রানা দাশগুপ্ত, আলতাফ উদ্দিন আহম্মেদ,সুলতান মাহমুদ, শাহিদুর রহমান, আবুল কালাম, মো: জাহিদ ইমাম, রেজিয়া সুলতানা বেগম, শেখ মুশফিক কবির ও তাপস কান্তি মজুমদার।


 


আরও খবর



ফাইনালের আগে জিমি নিশামকে দলে ভেড়ালো ফরচুন বরিশাল

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : বিপিএলের ফাইনালের আগে দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ডেরায় ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তবে কার জায়গায় খেলবেন তিনি সেটি এখনও অনিশ্চিত।

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের হয়ে খেলেছেন দাভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ৫ উইকেট নিয়ে আলী হয়েছেন ম্যাচসেরা। আবার মাত্র ৮ ম্যাচ খেলে মালানের রান সংখ্যা ৩১৫। মাঝে আইএল টি-২০ খেললেও আবারও বিপিএলে ফিরেছেন বরিশালের নিয়মিত অলরাউন্ডার মায়ার্স।

১০ ম্যাচে মাত্র ৬৩ রান করা নবী উইকেট নিয়েছেন ৮টি। সেক্ষেত্রে নবীর জায়গায় খেলতে পারেন নিশাম। এর আগের বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন নিশাম। মিরপুরের মাঠে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার।


আরও খবর



দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে, সুইজারল্যান্ড সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জানা গেছে, এই সফরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা।‌ এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত অনুষ্ঠান ৯টি (যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যাহ্নভোজ ৪টি), গণমাধ্যমে অংশগ্রহণ ৮টি ও অন্যান্য ২টি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পুরো সফরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূশ বেশ ব্যস্ত সময় কাটান।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. ইউনূস। পরদিন মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান।


আরও খবর



সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণ-অভ্যুত্থানে আহতরা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আজ (রোববার) দীর্ঘ ৭ ঘণ্টা সড়ক অবরোধ করার পর অবশেষে মিরপুর সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয়েছেন। তাদের প্রধান দাবী হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি। আন্দোলনকারীরা জানিয়েছে, তারা যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন, এবং এই আন্দোলন চলমান থাকবে।

রোববার দুপুরের পর, আন্দোলনকারীরা মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন। এতে সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং রাজধানীর বিভিন্ন অংশে জনজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তারা নিজেদের চিকিৎসার কাগজপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন। 

কোরবান শেখ, একজন বিক্ষোভকারী, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে  জানান, তাঁরা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যমুনার দিকে রওনা হচ্ছেন। 

তাদের দাবি ছিল, জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন দ্রুত করা হোক এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে চারটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তা বাতিল করা হোক। আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া তারা দাবি করেন, অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে পাঠানো হোক। 

আজ বিকেল ৪টার পর, তারা শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন স্থগিত করে, কিন্তু সন্ধ্যার পর আবারও যাত্রা শুরু করেন। রোববার সন্ধ্যার পর মিরপুর সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে তারা এগিয়ে যান, তবে তাদের আন্দোলন এখনো অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন।

অন্যদিকে, রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনটি রাজধানী ঢাকার সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যাপক অসুবিধা সৃষ্টি করেছে। মিরপুর সড়ক অবরোধের কারণে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়, যাদের চলাচলে ব্যাঘাত ঘটে। 

এদিকে, আন্দোলনকারীদের দাবি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তাদের সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সূত্র : এফএনএস


আরও খবর



জামালপুরে বিএনপি’র সমাবেশের জন্য গরু চুরি, গ্রেপ্তার-২, বিরানি লুট

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৭জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮) ও তার স্ত্রী (জেলা মহিলা দলের নেত্রী) লায়লা খাতুন ইতির (৪০) বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের জন্য ভুড়িভোজের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক।শনিবার উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশে আগতদের জন্য আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী (জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা) লায়লা খাতুন ইতি ভোড়ি ভোজের আয়োজন করেন । এ জন্য সমাবেশের আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতেই  জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের  গরু চুরি করে জবাই করা হয়। যার বাজার মুল্য প্রায় এক লাখ টাকা হবে।

এক পর্যায়ে  দক্ষিণ কয়ড়া গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন। কৃষক এফাজ মন্ডল  জানান, গভীর রাতে গরু জবাই করার মত কাউকে না পেয়ে সুমন মন্ডল (৪০), বিজ্ঞ চৌধুরী (৪৫), কসাই বজলু প্রামাণিক (৪৫) ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী নিজেই গরুটি জবাই করেন। পরে ওই গরুর মাংস দিয়ে কর্মী-সমর্থকদের জন্য বিরিয়ানী রান্না করা হয় ও আংশিক মাংস রেখে দেয়া হয়। এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে স্থানীয়রা আটক করলে হইচই পড়ে যায়।

বিষয়টি চারদিকে জানাজানি হবার পর মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি গা ঢাকা দেন। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক নামে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় গরুর চামড়া ও ২০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। আজ শনিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা ওই বিএনপি নেতার বাড়ি পরিদর্শন করেছে। চোরাই গরু জবাইয়ের খবরে দলীয় কর্মী-সমর্থকরা গা-ঢাকা দিলে উৎসুক জনতা বিরিয়ানী লুটপাট করে নিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান আল-মামুন জানান, গরু চুরি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে  কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নামে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন- মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮), মিঠু (৪০), জামিউল (৩৫), আব্দুল হাকিম (৩৫), রতন সরদার (৩৮), সুজন (৪০), বিজ্ঞ চৌদুরী (৪৫), সাজা (৫০), বাদল (৩২), ফতু মিয়া (৪০)।


আরও খবর

শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ব্রাজিল-আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৮জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব দুর্দান্ত জয়ে শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে, আর ব্রাজিল ১-০ ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিট) ও রুবার্তো (৪২ মিনিট)। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিটে)।

একই দিনে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। ম্যাচের ৭৪তম মিনিটে পেদ্রো গোল করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে ব্যবহৃত হয়।

- গ্রুপ পর্বে ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে।
- প্রতি গ্রুপের সেরা তিন দল উঠেছে ফাইনাল পর্বে।

ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই, প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা ৪ দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

চিলি আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। তবে চিলি যদি ফাইনাল পর্বের শীর্ষ ৪ দলের মধ্যে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।


আরও খবর